সাধারন জ্ঞানের আসর - ১২০তম পর্ব

সাধারণ জ্ঞান June 12, 2017 2,264
সাধারন জ্ঞানের আসর - ১২০তম পর্ব

১ : আপনি নিম গাছের গোঁড়ায় যতোই চিনি ছড়ান না কেন, নিমের ফল কখনোই মিষ্টি হবে না।


২ : আপনি হাজার হাজার বালতি পানি মরুভূমির মাঝে ছিটিয়ে দিলেও এক ফোঁটা পানিও আপনি ফেরত পাবেন না, কেননা মরুভূমির বালি সবপানি শুষে নেবে।


৩ : আপনি আকাশের তারা যতোই গণনার চেষ্টা করুন না কেন, আপনি কখনই তারা গুনে শেষ করতে পারবেন না।


৪ : আপনি হাজার চেষ্টা করলেও পানির নিচে ডুব দিয়ে কখনোই কান্নার চেষ্টা করতে পারবেন না।


৫ : আপনার হাত ঘড়ির কাটাগুলো যতোই চলুক না কেন, সেটি সঠিক সময় না দিলে আপনার ঘড়িটি অকেজো।


৬ : আপনি প্রখর রোদে যতোই দাঁড়িয়ে থাকুন না কেন.আপনার শরীরের সকল অংশে কখনোই রোদ পড়তে পারবে না।


তথ্যসূত্রঃ ইন্টারনেট