ক্লাসে গ্রুপ ফটো দেখার সময় শিক্ষক বাচ্চাদের বলল. . .
শিক্ষক : যখন তোমরা বড় হবে; তখন এই ফটো দেখে বলবে- এটা রাজু, ও আমেরিকা চলে গেছে। এটা গলু, ও লন্ডন চলে গেছে। এটা শিউলি, ব্রিটেনের এক সম্ভ্রান্ত পরিবারে ওর বিয়ে হয়েছে। আর এটা সেই স্টুপিড পাপ্পু, যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে।
পাপ্পু : আর এটাও বলবো, এটা আমাদের শিক্ষক, যে পরলোকে চলে গেছে।