জন এইমাত্র চার্চ থেকে ফিরল। এসেই সারা বাড়িতে তার স্ত্রী অ্যানিকে খুঁজতে শুরু করল। শেষে বাগানে গিয়ে পেল অ্যানিকে। গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরল। এরপর কোলে তুলে নিয়ে পুরো বাগান ঘুরতে লাগল। মুখে চওড়া হাসি।
অ্যানি প্রথমে অবাক হলেও বিয়ের পাঁচ বছর পরও স্বামীর এই রোমান্টিকতা বেশ উপভোগ করছিল। আদুরে ভঙ্গিতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল-
অ্যানি : আজ বুঝি ফাদার রোমান্টিক হতে বলেছেন?
স্বামী : নাহ। ফাদার বলেছেন, ‘আজ থেকে তোমার জীবনের বোঝাগুলো হাসিমুখে বহন করবে।’