জেডটিইর ৬ ইঞ্চির ফ্যাবলেট

মোবাইল ফোন রিভিউ June 10, 2017 753
জেডটিইর ৬ ইঞ্চির ফ্যাবলেট

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই ৬ ইঞ্চি ডিসপ্লের একটি ফ্যাবলেট বাজারে ছেড়েছে। মডেল জেডটিই ম্যাক্স এক্সএল। ফ্যাবটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


ফ্যাবলেটটিতে আছে ৬ ইঞ্চির আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩।


ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩৫ চিপসেট রয়েছে। এতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম আছে। মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


ফ্যাবটির ব্যাটারি ৩৯৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এর মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।


ফ্যাবটির মূল্য ১৯২ ডলার।