কম বাজেটের সেলফি ফোন? আছে আসুস জেনফোন লাইভ

মোবাইল ফোন রিভিউ June 10, 2017 1,124
কম বাজেটের সেলফি ফোন? আছে আসুস জেনফোন লাইভ

সেলফিপ্রেমীদের কথা চিন্তা করেই নির্মাতারা এখন স্মার্টফোন বানান। তবে দেখা যায়, ভালো মানের ক্যামেরা দিয়ে উন্নত সেলফি তোলার ফোনগুলোর দাম একটু বেশিই হয়।


তাহলে যে সেলফিপ্রেমীরা কম বাজেটের মধ্যে ফোন খুঁজছেন, তাদের কী হবে? তাদের জন্য আছে আসুস জেনফোন লাইভ।

ভালো স্পেসিফিকেশন রয়েছে এতে।


নেভি ব্ল্যাক, রোজ পিঙ্ক আর শিমার গোল্ড রং নিয়ে আজারে এসেছে ফোনটি। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে মোড়ানো রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইনে। স্ক্রিনের মধ্যে রয়েছে ৩টি ক্যাপাসিটিভ নেভিগেশন কি।


কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে গতি জোগাবে ২ জিবি র‍্যাম। অভ্যন্তরে মিলবে ১৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১২৮ জিবি-তে উন্নীত করা যাবে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোতে চলবে। ব্যাটারি আছে ২৬৫০এমএএইচ শক্তির যা খোলা যাবে না।


পেছনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। এতে দারুণ সব ছবি তোলা সম্ভব। আর সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। মেগাপিক্সেল কম দেখে হতাশার কিছু নেই। এতে ওঠে চমৎকার মানের ছবি। স্কিন টোন অ্যাডজাস্টমেন্ট বা স্মুথেনিং এর মতো ফিচার রয়েছে এতে।


এই ফোনে রয়েছে দারুণ এক ফিচার 'বিউটিলাইভ'। এর মাধ্যমে রিয়েল-টাইমে ভিডিও'র সৌন্দর্যবর্ধনের কাজটি করা যাবে।


বাংলাদেশের বাজারে এর দামের হেরফের রয়েছে। তবে ধারণা পেতে ভারতের বাজারের দামটা জেনে নিন। ভারতে আসুস জেনফোন লাইভের দাম পড়বে ৯৯৯৯ রুপি। সূত্র : গেজেট স্নো