পায়ের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে নিয়মিত পেডিকিউর করেন অনেকেই। তবে এই ব্যস্ত নগরজীবনে সব সময় পার্লারে গিয়ে পেডিকিউর করানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে ঘরে বসেই আপনি করতে পারেন পেডিকিউর। ঘরে বসে পায়ের যত্ন নেওয়ার কিছু সহজ কৌশল জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রথমে নখ পরিষ্কার করুন। নেইল কাটার দিয়ে সুন্দর করে আপনার ইচ্ছামতো আকৃতি করে পায়ের নখগুলো কেটে নিন।
পায়ে মধু অথবা ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানির সঙ্গে লেবুর টুকরো দিন এবং ১০ মিনিট পা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন।
এবার ব্রাশ দিয়ে নখগুলো পরিষ্কার করুন।
যাদের পা ফেটে গেছে, তারা লেবুর রস দিয়ে গোড়ালি ঘষুন, এতে গোড়ালি নরম হয়ে আসবে।
একটি নরম তোয়ালে দিয়ে পা দুটি মুছে ফেলুন। তার পরে আপনার পছন্দের নেইলপলিশ লাগান।