মেয়ে : আচ্ছা তোমাকে না কত বলেছি, এসব নেশা জাতীয় কিছু খাবা না। তারপর কেনো খাও?
ছেলে : এগুলো ছেড়ে দিলে কি তুমি আমায় বিয়ে করবা?
মেয়ে : হ্যাঁ করবো কিন্তু এগুলো সত্যি সত্যি ছেড়ে দিলে।
ছেলে : আচ্ছা এগুলো ছেড়ে দিলাম কিন্তু একটি জিনিস ছাড়তে পারবো না।
মেয়ে : ওহ তাই, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি।
ছেলে : আরে আরেকটি কথা শোনো।
মেয়ে : আরে শোনার দরকার নাই, চলো বিয়ে করি।
এই বলে মেয়েটি ছেলেটির কথা না শুনে বিয়ে করে নিলো। বিয়ের পরের দিন-
মেয়ে : আচ্ছা তুমি না বিয়ের আগের দিন কি বলতে চেয়েছিলে?
ছেলে : এখন আর বলার দরকার না।
মেয়ে : আরে বলো না।
ছেলে : তাহলে শোনো, বিয়ের আগে বলতে চেয়েছিলাম- সব ছাড়তে পারবো কিন্তু মিথ্যা কথা না।