৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

মোবাইল ফোন রিভিউ June 5, 2017 1,203
৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির একটি শক্তিশালী ফোন বাজারে ছেড়েছে এশিয়ার তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকভিউ। ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০টি প্রসেসর ব্যবহার করা হয়েছে।


এতে ৪ জিবি র‌্যাম এবং মালি টি৮৬০ এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আছে। ব্ল্যাকভিউ পি২ ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


শক্তিশালী ব্যাটারির এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। এর মূল্য ১৮০ ডলার।