নতুন স্মার্টফোন হেলিও এস ১০

মোবাইল ফোন রিভিউ June 4, 2017 2,493
নতুন স্মার্টফোন হেলিও এস ১০

হেলিও সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ১০’ উন্মুক্ত করছে এডিসন গ্রুপ। অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিকে সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী করে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।


স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ ফিচার। এই ফ্ল্যাশ থাকায় কম আলোতে ভালো সেলফি উঠবে। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।


অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোনটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে চার জিবি র‍্যাম ও ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর। এর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি ও ব্যাটারি ৪ হাজার ১০ মিলিঅ্যাম্পিয়ারের।


এডিসন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ জুন থেকে ‘এস ১০’ স্মার্টফোনটির আগাম ফরমাশ নেওয়া শুরু করছে তারা।


আগাম ফরমাশদাতাদের উপহার দেবে তারা। হেলিওর ওয়েবসাইট (www.helio-bd.com)


বা পিকাবু ডটকম থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে। এস ১০ এর দাম হবে ১৯ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি।