মটোরোলার কম দামের ফোন

মোবাইল ফোন রিভিউ June 3, 2017 1,276
মটোরোলার কম দামের ফোন

ভারতের বাজারে একটি কম দামের ফোন ছেড়েছে লেনোভোর মালিকানাধীন মটোরোলা। ফোনটির মডেল মটো সি। ভারতের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে ৫৯৯৯ রুপিতে।


গতমাসে মটো সি এবং মটো সি প্লাস ফোনটি ল্যাটিন আমেরিকাতে আসে। এবার এলো ভারতের বাজারে।


মটো সি ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৮৫৪×৪৮০ পিক্সেল। এতে কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর রয়েছে। র‌্যাম আছে ১ জিবি। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ফোনটির ব্যাটারি ২৩৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।