চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন ট্যাব আনলো। এটি মিডিয়া প্যাড সিরিজের। মডেল মিডিয়াপ্যাড এম৩ লাইট ১০।
মধ্যম ঘরানার এই ট্যাবটিতে চারটি হার্মান/কার্ডন অডিও স্পিকার রয়েছে। ট্যাবটিতে ১০.১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১২০০
পিক্সেল। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ অক্টাকোর প্রসেসর। অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে ট্যাবটিতে ইএমইউআই ৫.১ ইউজার ইন্টারফেস রয়েছে।
তিনটি ভার্সনে ট্যাবটি পাওয়া যাবে। একটিতে আছে ৩ জিবি র্যাম ও ১৬ জিবি রম, আরেকটি ভার্সন মিলবে ৩ জিবি র্যাম ৩২ জিবি রম। শেষ ভার্সনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের।
মিডিয়াপ্যাড এম৩ ১০ লাইট ট্যাবটিতে দুইটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৬৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ট্যাবটিতে হোম বাটন রয়েছে। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।