সেলফি এক্সপার্ট অপো এফ৩ এর 'স্পেশাল ব্ল্যাক এডিশন'

মোবাইল ফোন রিভিউ June 1, 2017 784
সেলফি এক্সপার্ট অপো এফ৩ এর 'স্পেশাল ব্ল্যাক এডিশন'

গত মাসের প্রথম দিকে অপো ছেড়েছে তাদের এফ৩ স্মার্টফোন। আলোচিত ফোনটি কেবল গোল্ড রং নিয়েই এসেছিল বাজারে। এবার চীনের এই নামকরা প্রযুক্তি নির্মাতা এফ৩ মডেলের ব্ল্যাক এডিশন আনার ঘোষণা দিয়েছে।


অপো কিন্তু ভারতের জাতীয় ক্রিকেট দলেন স্পন্সর। অপো এফ৩ বিসিসিআই লিমিটেড এডিশন তাই ভারত-পাকিস্তার ম্যাচের আগের দিন বাজারে ছাড়বে। জুনের ৪ তারিখে আসবে ফোনটি।


অপো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর ইউল ইয়াং জানান, কালো হচ্ছে স্টাইল আর কোমলতার প্রতীক। অপো ভক্তরা তাদের জীবনযাপনকে আরেকটু স্টাইলিশ করতেই এফ৩ এর এই বিশেষ সংস্করণ আনা হয়েছে।


রংটাই যা বদলেছে। স্পেসিফিকেশন ও দাম আগের মতোই থাকবে। এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা। একটি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। অন্যটি ৮ মেগাপিক্সেল সেন্সরের।


এটি কালারওএস ৩.০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোতে চলবে। হোমবাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেছনে দেওয়া আছে ১৩ মেগাপিক্সেল ১.৩ ইঞ্চি সেন্সরের ক্যামেরা।


৫.৫ ইঞ্চি ফুল এইচডি পর্দা, মিটিয়াটেক অক্টা-কোর এসওসি চিপসেট আর ৪ জিবি র‌্যাম আছে এতে। অভ্যন্তরে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। ব্যাটারি ৩২০০এমএএইচ শক্তির।


সূত্র : গেজেটস