স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন

মোবাইল ফোন রিভিউ May 31, 2017 1,800
স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন

নতুন একটি ফোল্ডিং ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল এসএম-জি৯২৯৮।


সম্প্রতি এই ফোনটি উৎপাদনের জন্য ছাড়পত্র পেয়েছে। ফোনটি চীনে উৎপাদন হবে।


স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোনে ৪.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে ফুল এইচডি ডিসপ্লে থাকবে।


ফোনটিতে কোয়াডকোর প্রসেসর থাকছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৯। ফন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ করা যাবে।


কানেকটিভিটির জন্য ফোনটিতে আছে ফোরজি এলটিই, মাইক্রোইউএসবি ২.০, জিপিএস, ওয়াইফাই, এনএফসি এবং ব্লুটুথ।


কালো রঙের এই ফোনটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।