তিন রোজায় অতীতের ভাঙা ফরজ রোজা পূরণ হবে কি?

ইসলামিক শিক্ষা May 31, 2017 741
তিন রোজায় অতীতের ভাঙা ফরজ রোজা পূরণ হবে কি?

প্রশ্ন : কেউ যদি চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা করে, তাহলে তাঁর অতীতের ভাঙা ফরজ রোজা কি পূরণ হয়ে যাবে?


উত্তর : না, ফরজের বিকল্প হবে না। তবে আল্লাহ সুবানাহুতায়ালা যদি মেহেরবানি করেন, হয়তো আপনি যে ফরজগুলো আদায় করতে পারেননি, সেগুলো আল্লাহতায়ালা পূরণ করে দিতে পারেন।


তবে এটি ফরজের বিকল্প নয়। এটি হচ্ছে নফল সিয়াম, তবে বেশি বেশি আদায় করলে হয়তো আল্লাহ সুবানাহুতায়ালা শেষ পর্যন্ত ফরজটাকে পরিপূর্ণ করে দিতে পারেন। এর জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইতে হবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন