৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

মোবাইল ফোন রিভিউ May 31, 2017 1,254
৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন

শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন আনতে যাচ্ছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ফোনটির মডেল ইলুগা আই৩ মেগা। ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি প্যানাসনিকের ওয়েবসাইটে তালিকাভূক্ত হয়েছে।


ফোনটিতে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। মেটাল বডির এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত।


ইলুগা আই৩ মেগা ফোনটিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসসর। এতে ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


ডুয়েল সিমের এই ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে। ফন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।


নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লটুথ, জিপিএস এবং ওটিজি। ফোনটির কবে নাগাদ বাজারে আসবে এবং এর দাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্যানাসনিক।