৬ জিবি র্যামের নতুন একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি মি ৬ সি। সম্প্রতি ফোনটির তথ্য জিএফএক্স বেঞ্চে ফোনটি তালিকাভূক্ত হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে।
জানা গেছে, ফোনটি ‘জেসন’ কোড নেমে তৈরি হচ্ছে। এতে থাকছে ৫.১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।
অ্যানড্রয়েড নুগাট ৭.১.১ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে মিআইইউআই ইউজার ইন্টারফেস রয়েছে।