কাটা ঘায়ে নুনের ছিটা

স্বামী-স্ত্রী কৌতুক May 30, 2017 1,735
কাটা ঘায়ে নুনের ছিটা

ঘরে ফিরেই মন্টুর বাপ উত্তেজিত ভঙ্গিতে বউকে খুঁজতে থাকে।


স্ত্রীকে দেখতে পেয়েই খ্যাঁ খ্যাঁ করে ওঠে মন্টুর বাপ : কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার স্বভাবটা তোমার বাপের এখনও যায়নি, তাই না!


আহ্লাদি কণ্ঠে মন্টুর মা : কেন, কী হলো আবার? এত বছরেও কি জামাই-শ্বশুরে মিল হলো না তোমাদের! কার কাটা ঘায়ে আবার নুনের ছিটা দিল আমার বাপ?


মন্টুর বাপ : আর কারে দিব? আমারেই দিছে! আজ দেখা হতেই ফের জিজ্ঞেস করল- আমার মেয়েকে বিয়ে করে তুমি সুখি তো?