১.পৃথিবীর আদি প্রাণী→এমিবা।
২.মুখ দিয়ে মলত্যাগ করে→বাদুড়।
৩.পৃথিবীর সর্বাধিক বিষাক্ততম প্রাণী→বক্স জেলীফিস।
৪.যে প্রাণীর তিনটি চোখ আছে→টুয়াটরো নামক এক ধরনের টিকটিকি বা গিরগিটি জাতীয় প্রাণীর।
৫.সাগর গাভী নামে পরিচিত→ডুগং।
৬.মরুভুমির জাহাজ বলা হয়→উটকে।
৭.ডিম পাড়েনা→তিমি মাছ।
৮.ডিম সবচেয়ে বড়→উট পাখির।
৯.ফড়িং এর কান থাকে→হাটুতে।
১০.কান নেই অথচ শ্রবন শক্তি.আছে →সাপের(সাপ জিহ্বা দিয়ে শোনে)।
১১.তেলাপোকা,পিপড়া এবং মৌমাছি প্রত্যেকের পা→৬টি করে।
১২.পিছন দিকে উড়তে পারে→হামিং বার্ড।
১৩.জিরাফ→শব্দ করতে পারেনা।
১৪.বেশিক্ষন উড়তে পারে পায়রা।
সূত্রঃ ইন্টারনেট