লেনোভোর কম দামের স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ May 29, 2017 1,306
লেনোভোর কম দামের স্মার্টফোন

কম দামের একটি ফোন এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ফোনটির মডেল ভাইভ কে৫। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ৬ হাজার ৯৯৯ রুপি।


ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ৬৪ বিটের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর রয়েছে।


ডুয়েল সিমের ভাইভ কে৫ ফোনটিতে ২ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির ব্যাটারি ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।


অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবির।