প্রতিবেশীর কুকুরটার চিৎকারে বিরক্ত এক দম্পতি। কোন এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা। স্ত্রী বললেন-
কর্তা : অনেক হয়েছে, আজ এর একটা বিহিত করতে হবে।
বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করল-
স্ত্রী : কী হেনস্তা করে এলে, শুনি?
কর্তা : কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিৎকার কেমন লাগে!