চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিসিএলের মালিকানধীন অ্যালকাটেল নতুন একটি ফোল্ডিং ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল গো ফ্লিপ। ক্লাসিক ঘরানার এই ফোনটিতে ২.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ডুয়েল কোর ১.১ গিগাহার্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ২.৮ ইঞ্চির ডিসপ্লের রেজুলেশন ৩২০x ২৪০ পিক্সেল।
ফোনটিতে ৫২১ মেগাবাইট র্যাম রয়েছে। এতে ৪ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। এতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এর ব্যাটারি ১৩৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির মূল্য ৭৫ ডলার।