রুক্ষ চুল যেমন সহজে বাড়ে না, তেমনি ঝরেও পড়ে দ্রুত। প্রাণহীন চুলের যত্নে ঘরে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদানের এসব হেয়ার প্যাক চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল করবে উজ্জ্বল ও ঝলমলে। জেনে নিন ৩ ঘরোয়া হেয়ার প্যাক সম্পর্কে-
▶হেয়ার প্যাক- ১
১টি কলা চটকে ১ চা চামচ মধু, ৫ চা চামচ দই, ১ চা চামচ ওট ও ১ চা চামচ দারুচিনি গুঁড়া মেশান। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
▶হেয়ার প্যাক- ২
১ কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে ১টি ডিম মেশান। ২ চা চামচ লেমন এসেনশিয়াল অয়েল ও ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
▶হেয়ার প্যাক- ৩
আধা কাপ অলিভ অয়েলের সঙ্গে ১টি ডিমের কুসুম মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: বোল্ডস্কাই