চুলের যত্নে ডিমের ৩ হেয়ার প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস May 23, 2017 710
চুলের যত্নে ডিমের ৩ হেয়ার প্যাক

এই গরমে ধুলাবালি ও ঘামে চুল প্রাণহীন হয়ে পড়ে। এ সময় চুলের বিশেষ যত্ন প্রয়োজন। চুলের রুক্ষতা দূর করার জন্য ডিমের সহজ কয়েকটি হেয়ার প্যাকের কথা জানিয়েছে এনডিটিভির জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট। জেনে নিন সেগুলো কী কী-


▶হেয়ার প্যাক-১


২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণে ১ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েল মেশান। হেয়ার প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। বিবর্ণ ও রুক্ষ চুলের জন্য এটি খুবই কার্যকর।


▶হেয়ার প্যাক-২


১টি ডিমের সঙ্গে ১টি কলা, ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ মধু ও ৫ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি মাথার তালু ও চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


▶হেয়ার প্যাক-৩


১ টি ডিম ফেটিয়ে ৩-৪ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান। হেয়ার প্যাকটি ব্রাশের সাহায্যে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুশকি ও চুল পড়া রোধ করবে।