গার্লফ্রেন্ড চলে গেছে

বন্ধু কৌতুক May 21, 2017 1,946
গার্লফ্রেন্ড চলে গেছে

এক ছেলে স্কুলে গিয়ে খুব মন খারাপ করে বসে আছে। এক বন্ধু তাকে গিয়ে প্রশ্ন করল-


১ম বন্ধু : কি রে, মন খারাপ করে বসে আছিস কেন?

২য় বন্ধু : আর বলিস না দোস্ত, আমার একটা মুরগী ছিল। সেটা কোথায় যেন চলে গেছে। খুঁজে পাচ্ছি না।


১ম বন্ধু : হা হা হা, একটা মুরগী চলে গেছে। তাই মন খারাপ করে আছিস? আমার তো গার্লফ্রেন্ড চলে গেছে, তাতেও মন খারাপ করি নাই।

২য় বন্ধু : বোকা, তোর গার্লফ্রেন্ড কি ডিম পাড়তো?