প্রশ্ন : শরীরে নাপাকি লাগলে ধুয়ে ফেলাই কি যথেষ্ট, নাকি সাবান দিতে হবে?
উত্তর : না, সাবান দেওয়ার প্রয়োজন নেই। নাপাকি থেকে তাহারাতের জন্য শুধু পানি দিয়ে, নাপাকির যে অস্তিত্ব আছে, সেটা ধুয়ে দেওয়াই যথেষ্ট।
তবে, নাপাক বস্তু, সেটা পেশাব হোক, পায়খানা হোক বা অন্য কিছু হোক না কেন, প্রত্যেকটা জিনিসই অত্যন্ত খারাপ এবং এগুলোর মধ্যে অনেক জীবাণু থেকে যেতে পারে। তাই পরিচ্ছন্নতার জন্য বা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য উত্তম হচ্ছে সাবান বা শ্যাম্পু ব্যবহার করা। এটা একটা উত্তম কাজ।
সাবান ব্যবহার করলে একদিকে যেমন নাপাকির অস্তিত্বও থাকবে না, অন্যদিকে নাপাকির কোনো গন্ধও থাকবে না। যেমন : অনেক সময় দেখা যায় যে হাতের মধ্যে নাপাকি লেগেছে। ধোয়ার পর দেখা গেল যে নাপাক বস্তু চলে গিয়েছে, কিন্তু গন্ধ থেকে যায়। গন্ধ থাকার অর্থ এই—নাপাকি না থাকলেও এর একটা প্রভাব এখানে আছে।
সুতরাং এটাকে যদি আপনি সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেন, তাহলে ওই গন্ধটাও চলে যাবে এবং এটাই উত্তম কাজ। কিন্তু সাবান দিয়ে ধোয়া তাহারাতের জন্য অপরিহার্য নয়।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন