কোন জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়?

ইসলামিক শিক্ষা May 20, 2017 1,291
কোন জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়?

প্রশ্ন : কোন জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়?


উত্তর : জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয় যে জিনিসগুলো, তার মধ্যে একটি হচ্ছে মানুষের চোখের পানি।


রাসুলুল্লাহর (সা.) হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে, চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সিক্ত হয়, তাহলে তা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়।


নবী (সা.) বলেন, ‘এমন চোখ, যেটি আল্লাহর ভয়ে সিক্ত হয়েছে, সেই চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, ঠান্ডা করে।’


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন