ত্বকের সৌন্দর্যে গুঁড়ো দুধের ফেসপ্যাক

রূপচর্চা/বিউটি-টিপস May 19, 2017 614
ত্বকের সৌন্দর্যে গুঁড়ো দুধের ফেসপ্যাক

ত্বকের পরিচর্যা করে যারা অভ্যস্ত, তারা সবসময় নতুন নতুন প্রক্রিয়ায় ত্বকের যত্ন নিয়ে থাকে। গুঁড়ো দুধ শুধু খাবার নয় ত্বকের যত্নেও অনেক ব্যবহার রয়েছে। ব্ল্যাক হেডসের সমস্যা, ত্বকে কালো দাগ কিংবা ব্রণের কালো দাগ দূর করতে গুঁড়ো দুধের প্যাক ব্যবহার করতে পারেন। নিখুঁত, নরম কোমল ত্বক পেতে চাইলে ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধের বিভিন্ন প্যাকগুলো। তবে এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করবেন।


১। গুঁড়ো দুধ, পেঁপে এবং গোলাপ জল

এক টেবিল চামচ গুঁড়ো দুধ, এক টেবিল চামচ পাকা পেঁপে চটকানো এবং ছয়-সাত ফোঁটা গোলাপ জল একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


২। গুঁড়ো দুধ এবং লেবুর রস

এক টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।


৩। গুঁড়ো দুধ এবং হলুদ

এক চা চামচ হলুদের গুঁড়োর সাথে কাঁচা দুধ মেশান। দুধ এবং হলুদের পেস্টটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের ক্ষেত্রে মধু মেশাতে পারেন। প্যাক ব্যবহারের আগে মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বকের রোমকূপ খুলে যাবে এবং প্যাক ভালভাবে ত্বকে কাজ করবে।