সাধারন জ্ঞানের আসর - ১১০তম পর্ব

সাধারণ জ্ঞান May 17, 2017 1,427
সাধারন জ্ঞানের আসর - ১১০তম পর্ব

১. প্রশ্ন : একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?

উত্তর : ২৩,০৪০ বার।


২. প্রশ্ন : একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?

উত্তর : ৬,০০০-৭,৫০০ লিটার।


৩. প্রশ্ন : মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?

উত্তর : ১-১.৫ মিনিট।


৪. প্রশ্ন : একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?

উত্তর : ১,৩০,৬৮০ বার।


৫. প্রশ্ন : মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?

উত্তর : ৭০ লক্ষ।


৬. প্রশ্ন : মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?

উত্তর : ০.০১৭১৪ ইঞ্চি।


৭. প্রশ্ন : সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?

উত্তর : ১ সেন্টিমিটার।


৮. প্রশ্ন : মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?

উত্তর : ৭০% পানি ও ১৮% কার্বন।


৯. প্রশ্ন : একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?

উত্তর : ১ কোটি।


১০. প্রশ্ন : মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?

উত্তর : প্রায় ১০,০০০।