প্রশ্ন : খালি মাথায় টয়লেট করা যায় কি?
উত্তর : খালি মাথায় টয়লেট করা জায়েজ, নাজায়েজ নয়। টয়লেট করার জন্য মাথায় কাপড় দেওয়া অথবা টুপি দেওয়া বা কোনো ধরনের পট্টি বাঁধা শর্ত নয়।
তবে কেউ কেউ এটা ব্যক্তিগতভাবে গবেষণা করেছেন যে পট্টি অথবা টুপি মাথায় দিয়ে টয়লেটে যাওয়াটা সুন্নাহ অথবা উত্তম। তবে এই মর্মে রাসূল (সা.)-এর কোনো নির্দেশনা পাওয়া যায়নি।