প্রশ্ন : আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু আমি কোনো ইসলামী সংগঠনের সমর্থন করি না। আমি কি সত্যিকার ইমানদার?
উত্তর : ইমানদার হওয়ার জন্য ইসলামিক দলকে সমর্থন করা শর্ত নয়। ইসলামকে সমর্থন করা শর্ত, ইমানকে সমর্থন করা শর্ত। আপনি ইসলাম ও ইমানকে যদি পরিপূর্ণরূপে সমর্থন করেন, সুনির্দিষ্ট কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত না হন, এতে কোনো অসুবিধা নেই।
কিন্তু ইসলামের বিপক্ষে আপনার সামান্যতম কোনো অবস্থান যদি থেকে যায়, আর আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদও পড়েন, ফজরের পর কোরআনও তিলাওয়াত করেন, কিন্তু ইসলামের ওপর আপনার বিদ্বেষ, ইসলামের বিধানের ওপর বিদ্বেষ এবং ইসলামকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। এটা একেবারে স্পষ্ট কথা।