স্বামী তুই তাড়াতাড়ি মর

স্বামী-স্ত্রী কৌতুক May 15, 2017 1,428
স্বামী তুই তাড়াতাড়ি মর

এক মহিলার কোন ভাই নেই। তার ভাই ফোটা দেওয়ার খুব ইচ্ছা। তাই সে ভাই ফোটার দিন স্বামীকে বলল. . .


স্ত্রী : তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমায় আজ স্বামী ফোটা দেব।


শুনে স্বামী খুব খুশি। স্নান করে নতুন জামা-প্যান্ট পরে বসে পড়ল। বসেই সে তো অবাক। সবাই অল্প অল্প ধান-দুর্বা নেয় কিন্তু তার বউ কিলো কিলো নিয়ে বসেছে।


শুরু হল ফোটা দেওয়ার পর্ব। বউ বলতে থাকল. . .


স্ত্রী : স্বামীর কপালে দিলাম ফোটা, স্বামী আমার যমের পাঠা, স্বামী তুই তাড়াতাড়ি মর, মরলে তুই ঘরে আনব নতুন একটা বর।