আগামী ২১৫০ সাল নাগাদ যা ঘটতে পারে—
প্রেমিকা : জানু আমার কিছু টাকা লাগবে।
প্রেমিক : কত টাকা জান?
প্রেমিকা : মাত্র ১০৯ কোটি টাকা।
প্রেমিকা : এই কয়টা টাকা দিয়া কি করবা?
প্রেমিকা : একটা রুমাল কিনমু।
প্রেমিক : কিন্তু আমার কাছে তো টাকা নাই। মাত্র একটা ১০০ কোটি টাকার নোট আছে। আব্বা গতকালকে ফুচকা খাওয়ার জন্য দিছে। বাকি ৯ কোটি কই পাবা?
প্রেমিকা : দাও ওটাই, দেখি আমার ব্যাগে ১০ কোটি টাকার কোন নোট পইড়া আছে নাকি।