শবে বরাত কারা পালন করে ? পালন করা কি জায়েজ ? জেনে নিন আসল সত্য

ইসলামিক শিক্ষা May 12, 2017 3,836
শবে বরাত কারা পালন করে ? পালন করা কি জায়েজ ? জেনে নিন আসল সত্য

যারা এক ওয়াক্তও সালাত আদায় করে না ৷ যাদের সাথে ইবাদতের কোন সম্পর্ক নেই ৷ তারা আজকে ইকটু বেশি বেশি ইবাদত করবে ৷ তোমরা তাতেও বাঁধা দাও বল বিদআত ৷ তোমরাই বল ইবাদত করা কি দোষের?? আজকের রাতে বেশি বেশি ইবাদত করতে হবে সেটা হাদীসে নাই তো কি হয়েছে ৷ ইবাদত করা কি দোষের??

.

কি করব হুজুর?? আপনারা যদি এসব যুক্তি দিয়ে মানুষকে এমন একটি নব উদ্ভাবিত ইবাদতের পন্থার দিকে ডাকেন যার ভিত্তি কুরআনে হাদীসে নেই ৷ তখন তো আমাদের প্রতিবাদ করতেই হয় ৷ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন—

.

‘‘যে ব্যক্তি এমন কর্ম করল, যার সম্পর্কে আমাদের কোন প্রকার নির্দেশ নেই---তা প্রত্যাখ্যাত।’’(মুসলিম) [1]

.

[1] সহীহুল বুখারী ২৬৯৭, মুসলিম ১৭১৮, আবূ দাউদ ৪৬০৬, ইবনু মাজাহ ১৪, আহমাদ ২৩৯২৯, ২৪৬০৪, ২৪৯৪৪, ২৫৫০২, ২৫৬৫৯, ২৫৭৯৭ হাদিসের মানঃ সহিহ (Sahih) বইঃ রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১৮/ নিষিদ্ধ বিষয়াবলী, হাদিস নম্বরঃ ১৬৫৬ ৷

.

তিনি আরও বলেছেন—

.

প্রত্যেক বিদআত ভ্রষ্টতা আর ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায় ৷

.

Grade : Sahih (Darussalam)

Reference : Sunan an-Nasa'i 1578

In-book reference : Book 19, Hadith 23

English translation : Vol. 2, Book 19, Hadith 1579.

.

হুজুর কেন আপনি মানুষকে নিয়মিত ইবাদত করার জন্য উদ্ভুদ্ধ করছেন না?? উল্টো যুক্তি দিয়ে কুরআন হাদীসে দলিল নেই এমন একটি দিনকে নির্দিষ্ট করে মানুষকে বেশি বেশি ইবাদত করতে বলছেন ৷ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

.

আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই, যা আমলকারী নিয়মিত করে থাকে।

.

হাদিসের মানঃ সহিহ (Sahih) বইঃ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স), অধ্যায়ঃ ২/ ঈমান (বিশ্বাস), হাদিস নম্বরঃ ৪৩ ৷ মুসলিম ২/৩১ হাঃ ৭৮৫, আহমাদ ২৪৯৯) (আধুনিক প্রকাশনীঃ ৪১, ইসলামী ফাউন্ডেশনঃ ৪১)

.

কেন আপনি একটি জাল হাদীসকে সামনে এনে বলছেন—

.

শাবান মাসের মধ্য রাত্রিতে সুর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন : ক্ষমা চাওয়ার কেউ কি আছে যাকে আমি ক্ষমা করব। রিযিক চাওয়ার কেউ কি আছে যাকে আমি রিযিক দেব। সমস্যাগ্রস্ত কেউ কি আছে যে আমার কাছে

পরিত্রাণ কামনা করবে আর আমি তাকে উদ্ধার করব। এমন এমন কেউ কি আছে? এমন এমন কেউ কি আছে? ফজর পর্যন্ত তিনি এভাবে বলতে থাকেন”।

.

হাদিসের মানঃ জাল (Fake)

বইঃ সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ৫/ সলাত কায়িম করা ও নিয়ম-কানুন, হাদিস নম্বরঃ ১৩৮৮

.

যেখানে অসংখ্য সহীহ হাদীস বলছে—

.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

.

মহামহিম আল্লাহ্ তা‘আলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার নিকট চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।

.

(৬৩২১, ৭৪৯৪; মুসলিম ৬/২৩, হাঃ ৭৫৮, আহমাদ ৭৫৯৫) (আধুনিক প্রকাশনীঃ ১০৭৪, ইসলামী ফাউন্ডেশনঃ ১০৭৯) হাদিসের মানঃ সহিহ (Sahih) বইঃ সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ১৯/ তাহাজ্জুদ, হাদিস নম্বরঃ ১১৪৫ ৷

.

হুজুর মনে রাখবেন যে বিদআতীদের ভাগ্যে কাউসারের

পানি জুটবে না ৷ স্বয়ং রাসূলুল্লাহ সাঃ তাদের বলবেন—

.

":যারা আমার পরে পরিবর্তিত

করেছে তারা দূর হয়ে যাক, তারা দূর হয়ে যাক!! ৷

.

হাদিসের মানঃ সহিহ (Sahih) বইঃ সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ৩১/ পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি, হাদিস নম্বরঃ ৪৩০৬ ৷ বইঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী), অধ্যায়ঃ তাহারাহ (পবিত্রতা), হাদিস নম্বরঃ ৪৭২, ইফাঃ অধ্যায়ঃ ৪৫/ ফযীলত, হাদিস নম্বরঃ ৫৭৬৮ ৷