এক চীনা ভদ্রলোক বাজারে যাওয়ার পথে ব্যাগ হারিয়ে মন খারাপ করে ঘরে ফিরেছেন। হাতে বাজারের ব্যাগ না দেখে তার বদমেজাজি স্ত্রী খেঁকিয়ে উঠলেন-
স্ত্রী : হাত খালি কেন? বাজার কোথায় শুনি!
ভদ্রলোক : ইয়ে মানে, বাজারে আজ পা ফেলার উপায় নেই। তার ওপর ব্যাগটাও হারিয়ে ফেলেছি!
স্ত্রী : তা বেশ, টাকাগুলো আছে তো, নাকি তা-ও ফেলে এসেছ?
ভদ্রলোক : না, না, না। ও নিয়ে চিন্তা করো না! টাকাগুলো ওই ব্যাগেই আছে। আর ব্যাগের মুখটাও কষে বেঁধেছিলাম আজ।