সবকিছুই গুরা নাকি

শিক্ষক-ছাত্র কৌতুক May 9, 2017 1,397
সবকিছুই গুরা নাকি

এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে-


শিক্ষক : বল তো বাবা, হর্স বাংলা কী?


ছাত্র : গুরা।


শিক্ষক : গুরা! আচ্ছা, টার্ন বাংলা কী?


ছাত্র : গুরা।


শিক্ষক : তাহলে পাউডার মানে কী?


ছাত্র : গুরা।


শিক্ষক : সবকিছুই গুরা নাকি?


ছাত্র : না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা-গুরা।