যেভাবে দূর করবেন ঠোঁটের বলিরেখা

রূপচর্চা/বিউটি-টিপস May 8, 2017 853
যেভাবে দূর করবেন ঠোঁটের বলিরেখা

ত্বকের প্রধান শত্রুর নাম বলিরেখা। এই বলিরেখার কারণেই আমাদের সৌন্দর্য অনেকটাই কমে যায়। কম বয়সে বয়স্কদের মতো লাগতে শুরু করে। নানা কারণেই বলিরেখা পড়তে পারে ত্বকে। সাধারণত বয়স বাড়ার অন্যতম লক্ষণ হলো ঠোঁট ও ঠোঁটের চারপাশে বলিরেখা পড়া। এটি কমাতে কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন।


দারুচিনির গুঁড়া ও পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠোঁটে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এটি চমৎকার ঘরোয়া উপায়।


জলপাইয়ের তেলের মধ্যে রয়েছে বলিরেখারোধী উপাদান। এটি ঠোঁটের ফাঁটাভাবও কমায়। ঠোঁটকে আর্দ্র রাখতে এবং বলিরেখা দূর করতে কয়েক ফোঁটা জলপাইয়ের তেল নিয়ে ঠোঁটে লাগান।


ভিটামিন ই ক্যাপসুলের মধ্য থেকে তৈলাক্ত অংশটি বের করুন। এটি ঠোটেঁ লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করুন।


অ্যালোভেরার ভেতরের জেলটি বের করুন। ধীরে ধীরে এটি ঠোঁটে লাগান। ঠোঁটের বলিরেখা কমাতে দিনে অন্তত দুইবার এভাবে অ্যালোভেরা ব্যবহার করুন।