উজ্জ্বল ত্বকের জন্য দুধ

রূপচর্চা/বিউটি-টিপস May 8, 2017 686
উজ্জ্বল ত্বকের জন্য দুধ

স্বাস্থ্যকর দুধ শরীরের পাশাপাশি সুস্থ রাখতে পারে ত্বকও। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান প্রাকৃতিকভাবে যত্ন নেয় ত্বকের। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি এটি দূর করে ত্বকের রোদে পোড়া দাগ ও মরা চামড়া। ফেসপ্যাক তৈরিতে সবসময় কাঁচা দুধ ব্যবহার করবেন। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন দুধ-


বাথটাবে কুসুম গরম পানি নিয়ে ৩ থেকে ৪ লিটার দুধ মেশান। সামান্য ওটমিল ও কয়েকটি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন। ২০ মিনিট মিল্ক বাথ নিন। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এক সপ্তাহ নিয়মিত করলে উজ্জ্বল ও সুন্দর হবে ত্বক।


ত্বকের কালচে দাগ দূর করে দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড। এক টুকরো তুলা দুধে ভিজিয়ে দাগের উপর চেপে নিন। সারারাত রেখে পরদিন পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে দুধ। দুধ সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে দুধ। ফ্রিজ থেকে ঠাণ্ডা দুধ বের করে পাতলা কাপড় ভিজিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।


ওট, নারিকেল তেল ও দুধ একসঙ্গে মিশিয়ে পায়ের গোড়ালি ঘষে নিন। দূর হবে পা ফাটা।


তথ্য: বোল্ডস্কাই