একা জবাই করা মুরগি খাওয়া কি জায়েজ?

ইসলামিক শিক্ষা May 4, 2017 2,065
একা জবাই করা মুরগি খাওয়া কি জায়েজ?

প্রশ্ন : আমরা যখন বাজার থেকে কোনো মুরগি ক্রয় করি, তখন বিক্রেতা অনেক সময় নিজে একা জবাই করেন। এই মুরগি খাওয়া কি হালাল হবে নাকি হারাম?


উত্তর : খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বিক্রেতা একা জবাই করলে নিষেধ নেই। একা জবাই করা জায়েজ। কিন্তু জবাই করার সময় তিনি আল্লাহর নামে জবাই করছেন কি না, সেটা নিশ্চিত হতে হবে। আল্লাহর নামে জবাই হলে আপনি খেতে পারেন।


সেটা একা জবাই করলেও কোনো অসুবিধা নেই। জবাই করার জন্য দুজন বা তিনজন থাকা লাগবে, এমনটা শর্ত নয়।