১. প্রশ্ন : জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ।
২. প্রশ্ন : যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
উত্তর : হাওয়াই।
৩. প্রশ্ন : অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দু’বার গণভোটের আয়োজন করেছিল?
উত্তর : ডেনমার্ক।
৪. প্রশ্ন : শেভেন চুক্তি হচ্ছে-
উত্তর : কর হ্রাস করা চুক্তি।
৫. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
উত্তর : ক্যালিফোর্নিয়া।
৬. প্রশ্ন : যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি কে?
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৭. প্রশ্ন : নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয়-
উত্তর : ১৯৭৯ সালে।
৮. প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : ট্রাইগভে লাই।
৯. প্রশ্ন : মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর : মেসেডোনিয়া।
১০. প্রশ্ন : আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
উত্তর : ফিলিপাইন।
১১. প্রশ্ন : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
উত্তর : ২০১৫।
১২. প্রশ্ন : ইউরো মুদ্রা কখন চালু হয়?
উত্তর : ১৯৯৯ সালের ১ জানুয়ারি।
১৩. প্রশ্ন : ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল’?
উত্তর : মনিপুর।
১৪. প্রশ্ন : গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
উত্তর : ৬ ঘণ্টা।
১৫. প্রশ্ন : লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ফ্রান্স।