ডেলের কম দামের ল্যাপটপ বাজারে

কম্পিউটার রিভিউ April 28, 2017 1,658
ডেলের কম দামের ল্যাপটপ বাজারে

দেশের বাজারে সাশ্রয়ী দামের নতুন একটি ল্যাপটপ অবমুক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। ডেলের দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস(বিডি) লিমিটেডের মাধ্যমে ল্যাপটপটি বাজারজাত করবে। এটি ইন্সপায়রন সিরিজের। মডেল ১১-৩১৬২।


ডেলের নতুন ল্যাপটপটিতে আছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। আরও আছে ২ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।


ল্যাপটপটিতে ১১.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। কানেকটিভিটি হিসেবে আছে ব্লুটুথ, ওয়াইফাই। এতে এইচডি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।


দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ২২৫০০ টাকা।