দেশের বাজারে সাশ্রয়ী দামের নতুন একটি ল্যাপটপ অবমুক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। ডেলের দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস(বিডি) লিমিটেডের মাধ্যমে ল্যাপটপটি বাজারজাত করবে। এটি ইন্সপায়রন সিরিজের। মডেল ১১-৩১৬২।
ডেলের নতুন ল্যাপটপটিতে আছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। আরও আছে ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।
ল্যাপটপটিতে ১১.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। কানেকটিভিটি হিসেবে আছে ব্লুটুথ, ওয়াইফাই। এতে এইচডি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ২২৫০০ টাকা।