বিক্রেতা অমুসলিম হলে তার জবাইকৃত কোন প্রানী খাওয়া জায়েজ হবে কি?

ইসলামিক শিক্ষা April 28, 2017 1,513
বিক্রেতা অমুসলিম হলে তার জবাইকৃত কোন প্রানী খাওয়া জায়েজ হবে কি?

প্রশ্ন : মুরগি বিক্রেতা অমুসলিম হলে তার জবাইকৃত মুরগি খাওয়া কি জায়েজ হবে?


উত্তর : অমুসলিম ব্যক্তির জবাইকৃত মুরগি খাওয়া বৈধ নয়। কেননা, তারা এক আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জবাই করে না। করলেও তারা এক আল্লাহর ওপর বিশ্বাসী নয়।


তাই তাদের জবাইকৃত মুরগি বা অন্য কোনো প্রাণী খাওয়া হালাল হবে না। আহলে কিতাবের জবাইকৃত প্রাণী হালালের ব্যাপারে একটি মত থাকলেও বর্তমানের আহলে কিতাবিদের ব্যাপারে এটি প্রযোজ্য নয়।


কারণ আকিদা, বিশ্বাস ও ধ্যান-ধারণায় তারা ক্ষতিগ্রস্ত। কাজেই তারা আগের আহলে কিতাবিদের মতো নয়। তাই বর্তমানের আহলে কিতাবি তথা ইহুদি, খ্রিস্টানদের জবাইকৃত প্রাণীও হালাল হবে না। এর থেকে বেঁচে থাকা উচিত।


[ফাতাওয়া কাজীখান, রশিদিয়া, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৩৬৮; ফাতাওয়া মাহমুদিয়া, শাইখুল ইসলাম, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২৩২; জাওয়াহিরুল ফিকহ, জাকারিয়া খণ্ড : ৬, পৃষ্ঠা : ২১৫]


সূত্রঃ দৈনিক যুগান্তর