স্বামী-স্ত্রীর জিম

স্বামী-স্ত্রী কৌতুক April 23, 2017 1,886
স্বামী-স্ত্রীর জিম

স্বামী : তুমি কি আমার সঙ্গে জিমে যাবে?


স্ত্রী : তুমি কি বলতে চাইছো, আমি মোটা হয়ে গেছি?


স্বামী : ঠিক আছে, ইচ্ছা না করলে যেতে হবে না।


স্ত্রী : তুমি কি বলতে চাইছো, আমি অলস?


স্বামী : উফফফ... রাগ করছো কেন?


স্ত্রী : তুমি কি বলতে চাইছো, আমি ঝগড়াটে?


স্বামী : আমি তা তো বলিনি।


স্ত্রী : আচ্ছা, তার মানে আমি মিথ্যাবাদী?


স্বামী : ঠিক আছে, ঠিক আছে, আমি একাই যাচ্ছি।


স্ত্রী : থামো, থামো। তুমি কি চাইছো, আমি সারাজীবন এমনই থাকি?