সাধারন জ্ঞানের আসর - ১০২তম পর্ব

সাধারণ জ্ঞান April 21, 2017 1,656
সাধারন জ্ঞানের আসর - ১০২তম পর্ব

১. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?

উত্তরঃ-১৯৭৫ সালে।


২.ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?

উত্তরঃ-ICC।


৩.ক্রিকেট খেলার জন্ম কোথায়?

উত্তরঃ-.ইংল্যান্ডে।


৪.ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তরঃ-১০৬টি


৫.২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?

উত্তরঃ-.মিচেল স্টার্ক।


৬.টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?

উত্তরঃ-১৮৭৭ সালে।


৭.টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?

উত্তরঃ-মুরালিধরন।


৮.প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?

উত্তরঃ-.২০০৭ সালে।


৯.টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?

উত্তরঃ-সোহাগ গাজী।


১০.ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?

উত্তরঃ-১৯৭১ সালে।


সূত্রঃ ইন্টারনেট