শিক্ষক : এখানে কী হচ্ছে?
বল্টু : প্রতিযোগিতা হচ্ছে।
শিক্ষক : কীসের প্রতিযোগিতা?
বল্টু : সবচেয়ে বড় মিথ্যাবাদীকে ১ হাজার টাকা দেওয়া হবে!
শিক্ষক : লজ্জা করে না তোমাদের? তোমাদের মতো থাকাকালে মিথ্যা কী জিনিস জানতামই না!
বল্টু : স্যার, আজকের ১ হাজার টাকার বিজয়ী আপনি!