চান্দু : ডাক্তারবাবু, পেটে খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে।
চিকিৎসক : গ্যাস হয়েছে মনে হচ্ছে। এই নিন, এই ট্যাবলেটটা খেয়ে নিন, আশা করি কমে যাবে।
চান্দু : না ডাক্তারবাবু, অন্যদিন একটু আধটু হয়। কিন্তু আজ আমার তো গ্যাস হয়নি।
চিকিৎসক : হুম, মানে মাঝেমধ্যে গ্যাস হয়?
চান্দু : হ্যাঁ, তা একটু হয়।
চিকিৎসক : তাহলে গ্যাসট্রিক আলসার অপারেশন করতে হবে।
চান্দু : ওটা তো ১ বছর আগেই করেছি।
চিকিৎসক : তাহলে সিওর অ্যাপেনডিস।
চান্দু : ডাক্তারবাবু, ওটাও ৬ মাস আগে অপারেশন করেছি।
চিকিৎসক : কি বলছেন! এছাড়া কি আর কারণ হতে পারে?
চান্দু : কেন ডাক্তারবাবু, বউ কি একটা লাথি মারতেও পারে না?