ইসলামে কোর্ট ম্যারিজের বিধান কি?

ইসলামিক শিক্ষা April 14, 2017 1,403
ইসলামে কোর্ট ম্যারিজের বিধান কি?

প্রশ্ন : ইসলামে কোর্ট ম্যারিজের বিধান কি?


উত্তর : বিবাহ শুদ্ধ হওয়ার জন্য বুঝমান, প্রাপ্তবয়স্ক, মুসলিম দু’জন পুরুষ বা একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হওয়া শর্ত।


কোর্ট ম্যারিজেও এসব শর্ত পাওয়া গেলে বিবাহ শুদ্ধ হবে। এর কোনো একটি পাওয়া না গেলে বিবাহ শুদ্ধ হবে না।


[আদ্দুররুল মুখতার, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৯ : মাকতাবা সাঈদ; মাহমুদিয়া, খণ্ড : ১০, পৃষ্ঠা : ৫৭৬, মাকতাবা শাইখুল ইসলাম] হ


সূত্রঃ দৈনিক যুগান্তর