আপনার মেয়েকে জিজ্ঞেস করেন

শিক্ষক-ছাত্র কৌতুক April 12, 2017 1,776
আপনার মেয়েকে জিজ্ঞেস করেন

শিক্ষক : তোমার বয়স কত?


ছাত্র : রেজিস্ট্রিরি চেক করেন।


শিক্ষক : তুমি কোথায় থাক?


ছাত্র : স্কুলের তথ্য বইতে দেখেন।


শিক্ষক : তুমি কাকে বেশি ভালোবাসো, মা নাকি বাবা?


ছাত্র : মনকে জিজ্ঞেস করেন।


শিক্ষক : ওরে মুর্খ, তোর মন কই?


ছাত্র : আপনার মেয়েকে জিজ্ঞেস করেন।