ত্বকে যত্নে অ্যালোভেরার ৫টি প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস April 10, 2017 824
ত্বকে যত্নে অ্যালোভেরার ৫টি প্যাক

নিখুঁত উজ্জ্বল ত্বক প্রত্যেক নারীর স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করা হয় কত শত ক্রিম এবং ফেসপ্যাক। অথচ হাতের কাছে থাকা একটি উপাদান দিয়ে নিখুঁত ত্বক পাওয়া সম্ভব। আর সেই জাদুকরী উপাদানটি হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরার কিছু কার্যকরী ফেসপ্যাকের কথা জেনে নিন তাহলে।


১। অ্যালোভেরা জেল, মধু এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই প্যাকটি।


২। একটি অ্যালোভেরা পাতার জেল এবং দুটি লেবুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি রোদেপোড়া দাগ দূর করতে সাহায্য করবে।


৩। মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, মধু এবং অর্ধেকটা লেবুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।


৪। মসুর ডালের গুঁড়ো, অ্যালোভেরা জেল, অর্ধেকটা টমেটোর পেস্ট, সামান্য আদার পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। শুষ্ক ত্বকের অধিকারীরা দুধ মেশাতে পারেন।


৫। অ্যালোভেরা জেল, শসার পেস্ট, টকদই এবং মধু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকের নানান সমস্যা সমাধান করে দেবে।