তাবলিগে আখেরি মোনাজাত বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

ইসলামিক শিক্ষা April 9, 2017 1,273
তাবলিগে আখেরি মোনাজাত বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

প্রশ্ন : তাবলিগ জামাত যেখানে বিশ্বব্যাপী লোকজন দল বেঁধে যাচ্ছে, আখেরি মোনাজাতের নামে যে এক ঘণ্টা বা দেড় ঘণ্টা হাত উঠিয়ে মোনাজাত করে, আমি যতটুকু জানি মোনাজাতের অর্থ হলো চুপি চুপি কথা বলা। এখন এটি কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বা মোনাজাতটি কবুল হবে? তাবলিগ জামাতে লোকজন যে এইভাবে তাবলিগে ঘুরে বেড়ায়, এটা কি ইসলামে নির্দেশ আছে কি না?


উত্তর : আসলে সুন্নাহর মানদণ্ডে এগুলো উত্তীর্ণ হয়নি। এ ক্ষেত্রে দলিলের প্রয়োজন রয়েছে। কারণ আমরা যখন ইবাদত করব, কোনো আমল করব, তখন আমাদের এই আমলগুলো আদৌ রাসূলের (সা.) সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ কি না, সেটা জানতে হবে।


কোনো বিষয়ে ইবাদত হতে হলে সেখানে আল্লাহর নির্দেশনা লাগবে, রাসূলের (সা.) যে মানহাজ বা পদ্ধতি, এ দুইটার যোগফল হতে হবে। তবেই সেটি ইবাদত কবে। অবশ্যই এখানে দলিল থাকতে হবে।


তাবলিগের কাজটি ভালো, দ্বীনের প্রচারের কাজ আমাদের ওপর অর্পিত হয়েছে, সেটি আমরা করব। কিন্তু মানহাজ বা পদ্ধতিটা আমাদের জানতে হবে। তবে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, এটি সুন্নাহর মানদণ্ডে গ্রহণযোগ্য নয়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন