নায়িকাদের বয়স কমে না

বন্ধু কৌতুক April 7, 2017 1,597
নায়িকাদের বয়স কমে না

দুই বন্ধু তাদের পরিচিত এক নায়িকার বয়স নিয়ে কথা বলছে. . .


অপু : ফিল্মি স্টার টুপুরকে চিনিস?


তপু : চিনবো না আবার, আমার ছেলেবেলায় উনি আমাদের পাড়াতে থাকতেন। তখন আমার বয়স ছিল আট বছর, উনার উনিশ-কুড়ি।


অপু : এখন তার বয়স কত?


তপু : শুনি তো উনার এখন ছাব্বিশ, আমি অবশ্য তিরিশে পৌঁছেছি। নায়িকাদের নাকি বয়স কমে না।